খানজাহান আলী কৃষি কলেজ (কলেজ কোড-৩৫০৮০)
শলুয়া, ডুমুরিয়া, খুলনা। মোবাঃ 01717803684, 01712586881
২০০৪ সাল থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে খানজাহান আলী কৃষি কলেজে চার বছর মেয়াদী এগ্রিকালচার ও ফিসারিজ ডিপ্লোমা শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। কর্তৃপক্ষের সহযোগীতায় চ‚ড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রায় সকলে দেশে-বিদেশে সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী, উচ্চ শিক্ষা এবং অনেকে স্ব-অর্থায়নে ডেয়ারী ফার্ম, মৎস্য খামার ও নার্সারীসহ কৃষি সেবামূলক প্রতিষ্ঠান তৈরীর মাধ্যমে স্বাবলম্বী হয়েছে। অত্র প্রতিষ্ঠানটি ২০১৯ সালে এমপিও ভুক্ত হয়।
|
||||||
---|---|---|---|---|---|---|
|
পরিশোধ যোগ্য |
|||||
৬,০০০/- | ৩,০০০/- | ১,০০০ X ৬ | ৯,০০০/- | ৬৯,০০০/- |
ভর্তিঃ
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড পরিচালিত ৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে ভর্তির ন্যূনতম যোগ্যতা এসএসসি/ দাখিল/ ভোকেশনাল/ সমমান পরীক্ষায় পাশ।
বৃত্তিঃ
২০২০-২০২১ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের এসএসসি/ দাখিল/ ভোকেশনাল/ সমমান পরীক্ষায় পাশের জিপিএ অনুসারে মাসিক বেতনে ছাড় এছাড়া গরীব ও মেধাবীদের জন্য রয়েছে শিক্ষাবৃত্তি।
অন্যান্য ফিসঃ
রেজিস্ট্রেশন, পরীক্ষা, প্রত্যয়নপত্র, নম্বরপত্র, সনদপত্র, উৎসব ও অন্যান্য ফিস সর্বমোট কোর্স ফিস থেকে আলাদা।