বিজ্ঞপ্তি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি শিক্ষাক্রমের ২য় পর্ব পরিপূরক পরীক্ষা আগামী ০৯ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ রোজ বৃহস্পতিবার হতে বোর্ড নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রবিধান মোতাবেক ২০২১ সনের ফেব্রæয়ারি-মার্চ-এপ্রিল মাসে অনুষ্ঠিত ২য় পর্ব সমাপনী পরীক্ষায় শুধুমাত্র এক/ দুই বিষয়ে অনুত্তীর্ণ পরীক্ষার্থীরাই এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ০২ (দুই) এর অধিক বিষয়ে অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও কেন্দ্র তালিকা যথাসময়ে অবহিত করা হবে। উক্ত পরীক্ষার প্রয়োজনীয় তথ্যাদি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হতে অবহিত হওয়া যাবে।