খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়, খুলনা-এর ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্ব নিয়মিত/অনিয়মিত সকল শিক্ষার্থীক জানানো যাচ্ছে যে, বোর্ড সমাপনী পরীক্ষা-২০২১ আগামী ৩০/০৩/২০২২ ইং তারিখ থেকে বোর্ড কর্তৃক নির্ধারিত কেন্দ্র অনুষ্ঠিত হবে। সেলক্ষ্যে ফরম পূরনের সময় ২১/০২/২০২২ ইং তারিখের পরিবর্তে ২৮/০২/২০২২ ইং তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো। সকল শিক্ষার্থীকে নির্ধারিত তারিখের মধ্যে স্ব-স্ব বিভাগের মাধ্যমে সমূদয় বকেয়া পরিশোধ পূর্বক স্ব-হস্তে ফরম পূরন করে বিভাগীয় শিক্ষকের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া গেল।