অনার্স প্রফেশনাল ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির শেষ সুযোগ


General Notice Sun, 22 Jan'23, 101
Document File : Click Hear

Reference Link : https://fb.watch/icsXINhnhi/
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তি চলছে। যেসকল শিক্ষার্থী ইতোপূর্বে অনার্স ভর্তির আবেদন করতে পারেনি বা আবেদন করেও ভর্তি হওয়ার সুযোগ পায়নি অথবা সুযোগ পেয়েও ভর্তি হয়নি তারা সরাসরি কলেজে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে। অথবা http://app1.nu.edu.bd/ লিংকের Professional ট্যাব থেকে অনলাইনে রেজিস্ট্রেশন পূর্বক ফরম কলেজে জমা দিতে হবে। ১। আবেদনের যোগ্যতাঃ ক) বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে ২০১৭/২০১৮/২০১৯ সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ এবং ২০১৯/২০২০/২০২১ সালের HSC ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। খ) বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০১৭/২০১৮/২০১৯ সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ এবং ২০১৯/২০২০/২০২১ সালের HSC ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। গ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র i) এইচ.এস.সি. (ভোকেশনাল) ii) এইচ.এস.সি. (বিজনেস ম্যানেজমেন্ট) iii) ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অনুচ্ছেদ ১ এর খ নং শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০১৭১২৫৮৬৮৮১, ০১৭১৭৮০৩৬৮৪