ডিপ্লোমা-ইন-মেডিকেল


খুলনা মেডিকেল ইন্সটিটিউট

কলেজ কোড-৩৫১১৬
মুজগুন্নী আ/এ,বয়রা,খুলনা।
মোবাঃ 01717803684

২০০৫ সালে প্রতিষ্ঠিত অত্র প্রতিষ্ঠানটিতে চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-হেলথ টেকনোলজি কোর্স চালু করা হয়। মানুষের জন্য সেবাদানকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শিক্ষার ব্যবহারিক অংশ সরকারী-বেসরকারী হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে শিক্ষা দেওয়া হয়। চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের দেশে-বিদেশে চাকরি ও উচ্চ শিক্ষায় পর্যাপ্ত সুযোগ রয়েছে।

৪ বছর মেয়াদী, ডিপ্লোমা-ইন-মেডিকেল কোর্স সমূহঃ
কোর্স ফিস
ভর্তি ফিস
সেমিস্টার প্রতি কোর্স ফিস
সর্বমোট কোর্স ফিস
● ল্যাবরেটরী (প্যাথলজী)
● ডেন্টাল
● নার্সিং
● ফার্মেসী
সেমিস্টার ফিস
মাসিক বেতন
মোট কোর্স ফিস
৭ম সেমিস্টারের মধ্যে
পরিশোধ যোগ্য
 ৬,০০০/-  ৩,০০০/-  ১,৫০০X৬  ১২,০০০/-   ৯০,০০০/-
  ১ বছর মেয়াদী সার্টিফিকেট-ইন-প্যারামেডিকেল টেকনোলজি  ৬,০০০/-  ১,৫০০X৬  ১২,০০০/-   ৩০,০০০/-

খানজাহান আলী মেডিকেল ইন্সটিটিউট

কলেজ কোড-৩৬০৭৯
ভি.আই.পি মোড়, বাগেরহাট
মোবাইলঃ 01911887223 01717803684


খুলনা শহরে সুনামের সাথে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিকতায় বাগেরহাট জেলায় ২০১০ সালে প্রতিষ্ঠিত দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ৭টি ডিপ্লোমা কোর্স পরিচালিত হয়ে আসছে। বাগেরহাট এলাকাবাসীর সহযোগীতায় তাদের সন্তানদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা এবং দেশে-বিদেশে চাকরির মাধ্যমে স্বাবলম্বী করা অর্থাৎ স্ব-নির্ভরতায় প্রযুক্তিগত শিক্ষা স্লোগানে উজ্জীবিত করাই মূল উদ্দেশ্য।


৪ বছর মেয়াদী, ডিপ্লোমা কোর্স সমূহঃ
কোর্স ফিস
ডিপ্লোমা-ইন-মেডিকেল
হেল্থ টেকনোলজি এন্ড সার্ভিসেস
ভর্তি ফিস
সেমিস্টার প্রতি কোর্স ফিস
সর্বমোট কোর্স ফিস
সেমিস্টার ফিস
মাসিক বেতন
মোট কোর্স ফিস
৭ম সেমিস্টারের মধ্যে
পরিশোধ যোগ্য
  ● ল্যাবরেটরী (প্যাথলজী)  ৬,০০০/-  ৪,০০০/-  ১,২০০X৬  ১১,২০০/-  ৮৪,৪০০/-
  ● ফার্মেসী
  ● ডেন্টাল
 ৬,০০০/-  ৪,০০০/-  ১,২০০X৬  ১১,২০০/-  ৮৪,৪০০/-

খানবাহাদুর আহছানউল্লা মেডিকেল ইন্সটিটিউট

কলেজ কোড-৩৪১১৬
রসুলপুর, যশোর রোড (বাস টার্মিনালের পার্শ্বে ও পুলিশ লাইন সংলগ্ন), সাতক্ষীরা
মোবাঃ ০১৭১৩-২২৬৪১৫, ০১৭১৩-২২৬৪০১


সৃষ্টির মহান কাজ সুশিক্ষা। সুশিক্ষার জন্য দরকার গুণগতমান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান। তাই সুনামের সাথে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ধারাবাহিকতায় খানবাহাদুর আহছানউল্লাহ-এঁর পূণ্য ভূমি সাতক্ষীরায় তাঁরই নামে পলিটেকনিক ও মেডিকেল ইন্সটিটিউট দুটিতে ডিপ্লোমা শিক্ষাক্রম শুরু হয় ২০১১ সাল থেকে। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-হেল্থ টেকনোলজির মোট ৬টি কোর্স চলমান। উক্ত অঞ্চলের শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত ও চাকরি প্রাপ্তির সহযোগীতার প্রত্যয় নিয়ে পথচলা।


৪ বছর মেয়াদী, ডিপ্লোমা কোর্স সমূহঃ
কোর্স ফিস
ডিপ্লোমা-ইন-মেডিকেল
হেল্থ টেকনোলজি এন্ড সার্ভিসেস
ভর্তি ফিস
সেমিস্টার প্রতি কোর্স ফিস
সর্বমোট কোর্স ফিস
সেমিস্টার ফিস
মাসিক বেতন
মোট কোর্স ফিস
৭ম সেমিস্টারের মধ্যে
পরিশোধ যোগ্য
  ● ফার্মেসী
  ● ডেন্টাল
 ৬,০০০/-  ৩,০০০/-  ৬০০X৬  ৬,৬০০/-  ৪৬,২০০/-

ভর্তিঃ

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড পরিচালিত ৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে ভর্তির ন্যূনতম যোগ্যতা এসএসসি/ দাখিল/ ভোকেশনাল/ সমমান পরীক্ষায় পাশ।


বৃত্তিঃ

২০২০-২০২১ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের এসএসসি/ দাখিল/ ভোকেশনাল/ সমমান পরীক্ষায় পাশের জিপিএ অনুসারে মাসিক বেতনে ছাড় এছাড়া গরীব ও মেধাবীদের জন্য রয়েছে শিক্ষাবৃত্তি।


অন্যান্য ফিসঃ

রেজিস্ট্রেশন, পরীক্ষা, প্রত্যয়নপত্র, নম্বরপত্র, সনদপত্র, উৎসব ও অন্যান্য ফিস সর্বমোট কোর্স ফিস থেকে আলাদা।